Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
কানাডার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির বিজয়ের খবরে উল্লাসে মেতে ওঠেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে অন্টারিওর অটোয়ায় লিবারেল পার্টির নির্বাচনী সদর দপ্তর বর্ণিল আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে।
উল্লসিত কর্মী-সমর্থকরা নেচে-গেয়ে বিজয় উদযাপন করেন। তাদের সঙ্গে উচ্ছ্বাসে সামিল হন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গানের তালে তালে তিনিও নাচে অংশ নেন। এ সময় কার্নিকে দলের লোগোসংবলিত হুডি পরিহিত অবস্থায় দেখা যায়।
রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত কার্নি সমর্থকদের পরিবেষ্টনে নেচে আনন্দ প্রকাশ করছেন।
টানা চতুর্থবারের মতো সাধারণ নির্বাচনে জয় পেয়েছে লিবারেল পার্টি। দলের বিজয়ের ফলে দ্বিতীয় মেয়াদে কানাডার সরকারপ্রধান হতে চলেছেন কার্নি।
৬০ বছর বয়সী মার্ক কার্নি গত মাসে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর জনপ্রিয়তা হারিয়ে ট্রুডো চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন। কার্নি হলেন কানাডার প্রথম প্রধানমন্ত্রী যিনি কোনো আইনপ্রণেতা না হয়েও কিংবা মন্ত্রিসভায় দায়িত্ব পালন না করেই এ পদে অধিষ্ঠিত হয়েছেন।
কার্নির জন্ম ১৯৬৫ সালে কানাডার উত্তর-পশ্চিম টেরিটরির ফোর্ট স্মিথে এবং তিনি বেড়ে ওঠেন আলবার্টায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট সম্পন্ন করেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্যাংক অব কানাডার গভর্নর এবং ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাকে একজন দক্ষ আর্থিক নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।