26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১৩৩৯ জন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

পুলিশের বিশেষ অভিযান সারা দেশে ১৩৩৯ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৭৯৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫৪০ জন অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, রিভলবার, এলজি, গুলি, বন্দুকসহ নানা ধরনের অস্ত্র। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

ইনামুল হক সাগর জানান, ২৮ এপ্রিল সকাল থেকে রাত পর্যন্ত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ৭৯৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫৪০ জন অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়েছেন। সর্বমোট ১৩৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি ম্যাগাজিন, ২৪ রাউন্ড গুলি, ৮ রাউন্ড তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, দুটি রামদা, একটি একনলা বন্দুক এবং একটি বার্মিজ চাকু।

পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে, জানিয়েছেন ইনামুল হক সাগর।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...