26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

পারভেজ হত্যা: রিমান্ড শেষে কারাগারে প্রধান অভিযুক্তরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ ইসলাম এবং অপর আসামি হৃদয় মিয়াজীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মাইন উদ্দিন মামলার আসামি মেহেরাজকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে কারাগারে রাখার আবেদন করেন। মেহেরাজের আইনজীবী জামিন আবেদন করলে, আদালত তা নামঞ্জুর করেন। অপরদিকে, হৃদয় মিয়াজীর পক্ষে জামিন আবেদন করা হয়নি। শুনানি শেষে বিচারক মেহেরাজের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ এপ্রিল দুপুরে গাইবান্ধা থেকে মেহেরাজকে গ্রেপ্তার করা হয় এবং ২৫ এপ্রিল আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে, ২১ এপ্রিল রাতে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে হৃদয় মিয়াজীকে গ্রেপ্তার করে র‍্যাব। ২৩ এপ্রিল তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ইতোমধ্যে আলোচিত এ হত্যা মামলায় দুই আসামি জবানবন্দি দিয়ে নিজেদের দোষ স্বীকার করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৯ এপ্রিল বিকালে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের কারণে পারভেজকে ছুরিকাঘাত করা হয়।

ঘটনার পরপরই ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্রসহ আটজনকে আসামি করা হয়। এছাড়া, অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ১৯ এপ্রিল পারভেজ বিশ্ববিদ্যালয়ে মিডটার্ম পরীক্ষা দিয়ে বন্ধুদের সঙ্গে পুরি-সিংগারার দোকানে আড্ডা দিতে যান। বিকাল ৩ টায় কয়েকজন আসামি তার সাথে হাসাহাসির কারণ জানতে চাইলে, উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে শিক্ষকসহ প্রক্টর মীমাংসা করেন। কিন্তু বিকাল ৪ টা ৪০ মিনিটে আসামিরা চুরি, চাকু, চাপাতি এবং লাঠিসোঁটা নিয়ে পারভেজ ও তার বন্ধুদের ওপর হামলা চালায়, যার ফলে পারভেজ মারাত্মক আহত হন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...