26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

এমন বাংলাদেশ চাই যেখানে সবার অধিকার সমান হবে- মির্জা ফখরুল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা বিভাজন চাই না, বরং একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই।” তিনি আরও যোগ করেন, “একটি ভালোবাসার বাংলাদেশ চাই যেখানে সবার অধিকার সমান হবে।” বিএনপি সরকারের ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “দেশের জনগণের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি। যদি কেউ অন্যায় করেন, তাহলে তাদের বিচার হতে হবে। বিএনপি ক্ষমতায় এলে, সেই অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে, ঠিক যেমনটি আওয়ামী লীগের শাসনামলে হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা জনগণের পাশে, ধানের শীষ আমাদের সবার, এবং দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

আয়নাঘর ও হাসিনা সম্পর্কিত মন্তব্য করে তিনি বলেন, “আওয়ামী লীগ যাদের ভয় পেয়েছে, তাদের গুম করে ফেলেছে। দেশে ১ হাজার ৭০০ মানুষের গুমের ঘটনা ঘটেছে, তাদের ৭ থেকে ৮ বছর পর্যন্ত আটকে রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “গোলাম আযমের ছেলে ফারুক ই আযমকে ৮ বছর গুম করে রাখা হয়েছিল। সিলেটের এমপি ইলিয়াসের পরিবারের এখনও কোনো খবর পাওয়া যায়নি। এইসব ঘটনা থেকে আমরা ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি।”

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...