25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

পিএসসিকে চাপ দেওয়ার অভিযোগ মিথ্যা, দাবি উপদেষ্টা আসিফ মাহমুদের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের অনশন চলাকালে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের জন্য পিএসসিকে চাপ দেওয়ার অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, “পিএসসি সংস্কারের দাবিতে প্রায় ৮০ ঘণ্টা অনশন কর্মসূচি পালন করে ৪ জন চাকরি প্রার্থী শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছালে পিএসসি এবং আন্দোলনকারীদের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছিলাম। রাজু ভাস্কর্যে বসে বারবার বলেছি যে, পিএসসি একটি সাংবিধানিক, স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। আমি পিএসসি এবং আন্দোলনকারীদের মধ্যে মধ্যস্থতাকারী হতে পারি, তবে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার আমার নেই।”

তিনি আরও লিখেছেন, “প্রশ্নফাঁসের অভিযোগের সুরাহা না হওয়া সত্ত্বেও লিখিত পরীক্ষা গ্রহণের বিরুদ্ধে ছিলেন আন্দোলনকারীরা। এই বিষয়ে পিএসসি সংশ্লিষ্টদের সঙ্গে রাজুতে বসে আমি ফোনে আলোচনা করেছি। পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম স্যার তিনজন সদস্য পাঠিয়ে আলোচনার সুযোগ তৈরি করেন।”

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, টিএসসিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি ও পিএসসির সদস্যদের দীর্ঘ আলোচনার পর, পিএসসি লিখিত পরীক্ষা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয়, যা পিএসসির একজন সদস্য ঘোষণাও করেন। তিনি বলেন, “এই প্রক্রিয়ায় পিএসসিকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। আমার লক্ষ্য ছিল পিএসসি এবং ছাত্রদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং সমস্যার সমাধান করা, বিশেষ করে অনশনরত চাকরি প্রার্থীদের শারীরিক অবস্থার অবনতি ঘটে যাচ্ছিল।”

একটি সংবাদমাধ্যমের নাম উল্লেখ করে তিনি দাবি করেন, সেখানে তার বিরুদ্ধে পিএসসিকে চাপ দেওয়ার মিথ্যা অভিযোগ করা হয়, যা পরবর্তীতে টার্গেটেড প্রচারণায় রূপ নেয়। তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে দায়িত্ব পালন করছি, ফলে শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি বা সমস্যা সমাধানে এগিয়ে আসা আমার দায়িত্ব। আমি সে দায়িত্ব পালন করছি এবং ভবিষ্যতেও করব।”

পোস্টের শেষে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদমাধ্যমটির উদ্দেশে অভিযোগ করেন যে, তারা প্রণোদিত, অপেশাদারি ও মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...