Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার পরই দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেছেন যে, সরকার এর পেছনে কোন হস্তক্ষেপ করেনি, এবং কোন ফোন কলও করা হয়নি; টিভি কর্তৃপক্ষ নিজেই এই পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা’ শীর্ষক মতবিনিময় সভায় এই বিষয়ে মন্তব্য করেন মাহফুজ আলম।
তিনি বলেন, “মন্ত্রিত্ব গ্রহণের পর গত ৬ মাসে আমরা কাউকে কোনো ফোন কল দেইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ হয়তো ভাববে, এটি সরকারের উদ্যোগ।”
মাহফুজ আলম আরও বলেন, “গত বছরের জানুয়ারিতে আমি একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলাম। তারা আমাকে ১৩ হাজার টাকা বেতনের প্রস্তাব দিয়েছিল। এই পরিমাণ টাকায় ঢাকায় একজন মানুষের জীবনধারণ সম্ভব না, আর পরিবারকে কীভাবে দেখবে সে বিষয়েও প্রশ্ন রয়েছে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ অনেক জ্যেষ্ঠ সাংবাদিক ও একাডেমিক ব্যক্তিরা, যারা এ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।