Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন নৌবাহিনী নিশ্চিত করেছে যে, তাদের একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান লোহিত সাগরে পড়েছে। ২৮ এপ্রিল, সোমবার প্রকাশিত এক বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে বিমানটি সমুদ্রে পড়ে ডুবে যায়।
বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি যখন রণতরীর ডেক থেকে টেনে নেওয়া হচ্ছিল, তখন দুর্ঘটনা ঘটে। একপর্যায়ে বিমানটি পরিচালনা করা ক্রু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে বিমানটি এবং সেটিকে টানতে ব্যবহৃত ট্রাক্টর দুটোই সাগরে পড়ে যায়। দুর্ঘটনায় এক নাবিক সামান্য আহত হলেও তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে ইউএসএস ট্রুম্যান একটি বড় বাঁক নেয়। এই হঠাৎ মোড় নেওয়ার সময়ই এফ/এ-১৮ সুপার হর্নেটটি সাগরে পড়ে যায়।
নৌবাহিনীর তথ্যমতে, প্রতিটি এফ/এ-১৮ সুপার হর্নেটের মূল্য প্রায় ৬ কোটি মার্কিন ডলার। এই ঘটনা চলমান যুদ্ধক্ষেত্রের জটিলতার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
এটি প্রথমবার নয় যে, এমন ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বর মাসে ইউএসএস গেটিসবার্গ রণতরী থেকে ভুলবশত আরেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়, যদিও ওই ঘটনায় দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
এছাড়া, ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মধ্য মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ৭টি এমকিউ-৯ র্যাপার ড্রোন হারিয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ৩ কোটি মার্কিন ডলার।
বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরে চলমান উত্তেজনা এবং হুতিদের অব্যাহত আক্রমণ যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলছে। এই ঘটনা সম্পর্কে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং নৌবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।