29 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ প্রত্যাহার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে চলমান মহাসড়ক অবরোধ প্রায় ৪৮ ঘণ্টা পর শেষ হয়েছে। অবরোধকারীদের দাবি মেনে লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমানের আশ্বাসে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠকে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী নাজিম কায়সার এবং হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা। আন্দোলনকারীদের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ‘আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন পরিষদের’ নেতারা এবং সাধারণ আন্দোলনকারী গণ।

এদিকে, পাটগ্রামে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) পাটগ্রামের বাসিন্দারা লালমনিরহাট জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে অবরোধ সাময়িকভাবে তুলে নেন। তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে, বুড়িমারী থেকে ঢাকা যাওয়ার জন্য আগামী ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ বুড়িমারী থেকেই চালু হবে, এবং প্রশাসন এ বিষয়ে কাজ করছে।

আন্দোলনকারীদের দাবি, গত বছরের ১২ মার্চ চালু হওয়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি নামেই বুড়িমারী থেকে হলেও এটি বর্তমানে লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল করছে। ফলে, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম এলাকার লাখো মানুষ এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের মতে, ট্রেনটি যদি সরাসরি বুড়িমারী থেকে চালু করা যায়, তবে স্থানীয় যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে দ্রুত গতি আসবে।

এদিকে, আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় বিক্ষোভ ও অবরোধের উদ্যোগ নেয়, এমনকি ২৭ এপ্রিল থেকে সড়ক অবরোধের হুমকি দিয়েছিল। অবশেষে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, খুব শিগগিরই জেলা প্রশাসক ও রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ট্রেন চালু করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গত তিন দিনে স্থানীয়দের অবরোধের ফলে সড়কপথে ব্যাপক যানজট তৈরি হয় এবং দূরপাল্লার বাস-ট্রাক আটকে পড়ে, যার ফলে অনেক সাধারণ মানুষ ও পণ্য পরিবহনকারীদের মধ্যে দুর্ভোগ সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রশাসন দ্রুততম সময়ে ট্রেন চালুর ব্যবস্থা না করলে তারা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ জয়ের ৫০ বছর পূর্তি, মিলিটারি প্যারেডে হাজার হাজার মানুষের অংশগ্রহণ

নুর রাজু, স্টাফ রিপোর্টার : হো চি মিন সিটিতে অনুষ্ঠিত একটি বিশাল মিলিটারি প্যারেডের মাধ্যমে, হাজার হাজার ভিয়েতনামী লাল পতাকা...