Your Ads Here 100x100 |
---|
সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আব্দুস সোবহান (৬০) নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ ঘটনায় সোমবার (২৮ এপ্রিল) রাতে গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বাদী হয়ে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিদ্যালয় গেটের পাশে মুদি দোকান চালান আব্দুস সোবহান। সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নিয়ে চানাচুর হাতে দিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন তিনি। বিষয়টি ছাত্রী বাড়িতে জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে বিক্ষুব্ধ জনতা সোবহানকে দোকান থেকে আটক করে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ এসে সোবহানকে আটক করে থানায় নিয়ে যায়।
মামলার এজাহারে আরও উল্লেখ আছে, এর আগেও একাধিকবার সোবহান ওই ছাত্রীসহ অন্য ছাত্রীদের টাকার লোভ বা বিস্কিট-চানাচুরের লোভ দেখিয়ে যৌন হয়রানি করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রধান শিক্ষক বাদী হয়ে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। সেই মামলায় সোবহানকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।