26 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

ওটিটিতে ফিরছেন আফরান নিশো, আসছে ‘আকা’ সিরিজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’। প্রথম সিনেমার মতো এটিও জনপ্রিয়তা পেয়েছে। দেশের বিভিন্ন হলে শো গেছে হাউজফুল, দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু দেশেই নয়, ‘দাগি’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশেও।

এই সিনেমার রেশ কাটতে না কাটতেই এলো আফরান নিশোর নতুন কাজের খবর। তবে এবার তিনি আসছেন প্রেক্ষাগৃহ নয়, ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজের নাম ‘আকা’, পরিচালনায় রয়েছেন ভিকি জাহেদ। সিরিজটিতে নিশোর বিপরীতে অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা। প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই’ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে।

নিশো ও ভিকির জুটি এর আগে ‘পুনর্জন্ম’ নাটকে একসঙ্গে কাজ করে ব্যাপক প্রশংসা পেয়েছিল। ‘আকা’ সিরিজটির গল্পও প্রায় একই ধাঁচের বলে জানা গেছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সিরিজটির শুটিং হয়েছে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনে। সূত্র বলছে, সিরিজটির নাম পরিবর্তন হয়ে ‘আজাদ’ হতে পারে। এর আগে শোনা গিয়েছিল, নিশোর বিপরীতে অভিনয় করবেন তানজিম সাইয়ারা তটিনী । তবে শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করছেন নাবিলা।

নাবিলাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায়। এরপর অভিনয়ে বিরতি নেন তিনি। ‘আকা’ সিরিজের মাধ্যমে তিনি আবারও পর্দায় ফিরছেন।

অন্যদিকে এই সিরিজ দিয়ে ওটিটিতে দীর্ঘদিন পর ফিরছেন আফরান নিশো। তাঁর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির সময় ‘সাড়ে ষোলো’ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পায় হইচইয়ে। তবে সেটি তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর আর কোনো ওটিটি প্রজেক্টে তাকে দেখা যায়নি।

এই সিরিজে আরও একটি বিশেষ চরিত্রে থাকছেন মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি। তিনি অভিনয় করছেন একজন কল গার্লের চরিত্রে। সিরিজটি মুক্তি পাবে একটি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...