26.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

রিয়াল ডিফেন্ডারের ক্ষমা কাজে আসেনি, শাস্তি ৬ ম্যাচের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

অনুমিতই ছিল, শাস্তি আসছে আন্তোনিও রুডিগারের জন্য। শাস্তির মেয়াদ নিয়ে চলছিল আলোচনা। শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানিয়ে দিয়েছে, রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে রিয়াল মাদ্রিদের এই জার্মান ডিফেন্ডার ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

ঘটনাটি ঘটেছে বার্সেলোনার বিপক্ষে কোপা কোপা দেল রে’র ফাইনালে। ম্যাচের শেষদিকে এমবাপ্পের একটি ফ্রি কিক না পাওয়ায় আন্টোনিও রুডিগার রেফারির দিকে ক্ষিপ্তভাবে তেড়ে যেতে দেখা যায়। এমনকি অভিযোগ রয়েছে, রেফারিকে লক্ষ্য করে বরফের টুকরো ছুড়ে মেরেছিলেন তিনি। ডাগআউটের বক্সে থাকা বরফ ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।

রুডিগার যদিও নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন, তবে তা শাস্তি এড়াতে সাহায্য করেনি। সাবেক জার্মান রেফারি টরস্টেন কিনহোফার তো এমনকি চান, রুডিগারকে যেন জার্মান জাতীয় দল থেকেও বাদ দেওয়া হয়। যদিও জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়েছে, স্পেনে ঘটা এই ঘটনায় রুডিগারের জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে কোনো প্রভাব পড়বে না।

ডিএফবির স্পোর্টিং ডিরেক্টর রুডি ফ্যোলার এক বিবৃতিতে বলেন, “রুডিগারকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই।”

তবে নিষেধাজ্ঞার পাশাপাশি রুডিগার পেয়েছেন আরও বড় ধাক্কা। হাঁটুর চোটের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত দুই মাস। মঙ্গলবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

ইএসপিএনকে একটি সূত্র নিশ্চিত করেছে, লা লিগার চলতি মৌসুমে আর মাঠে ফেরা হচ্ছে না রুডিগারের। এমনকি আসন্ন ক্লাব বিশ্বকাপেও তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...