Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
এবারের বাজেট বাস্তবসম্মত হবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “সরকার বাজেট নিয়ে এখন যা বলছে, সেভাবেই বাস্তবায়নের চেষ্টা করা হবে, যাতে এই সরকার চলে গেলেও মানুষ বলতে পারে— বাজেট ভালো ছিল।”
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি এই মন্তব্য করেন। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে কেন্দ্র করে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান।
অর্থ উপদেষ্টা বলেন, “এবারের বাজেট আর আগের মতো চিরাচরিত হবে না। যা পরিকল্পনা করা হচ্ছে, বাস্তবায়নের দিকেও নজর থাকবে। অতীতে বড় আকারের বাজেট দেওয়া হলেও সেগুলো পুরোপুরি বাস্তবায়ন হতো না। এবার চেষ্টা থাকবে বাজেট যেন বাস্তবায়নযোগ্য হয়।”
কর অব্যাহতির সময় শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি বৈশ্বিক ব্যবসায় প্রতিযোগিতা বাড়িয়েছে। আমাদের ব্যবসায়ীদেরও প্রতিযোগী হতে হবে। অনেক ব্যবসায়ী কর অব্যাহতির দাবি করেন, কিন্তু তাদের বুঝতে হবে— এখন কর দেওয়ার সময়। রাজস্ব আয় বাড়াতে সরকারের ওপর প্রচণ্ড চাপ রয়েছে। যারা কর দেবেন, তারাই পরিপূর্ণ সুবিধা ভোগ করবেন।”
তিনি আরও বলেন, “প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী এবং চেম্বারগুলোর কথাও শোনা দরকার। সরকার সে দিকেও কাজ করছে।”
সরকারের সমালোচনার প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “সরকারে দায়িত্বে থাকায় সমালোচনা শুনতে হচ্ছে, ভুলত্রুটি থাকতে পারে, তবে সরকার সাধারণ মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করছে।”
তিনি যোগ করেন, “সরকার শুধু আইএমএফ বা বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করেনি, অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও কথা বলেছে। আইএমএফের সঙ্গে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি— দরকষাকষি চলছে।”
এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, “দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আগামী বাজেট নিয়ে অংশীজনদের প্রত্যাশা অনেক। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা, এলডিসি গ্রাজুয়েশন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মাথায় রেখে একটি বিনিয়োগ ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের প্রত্যাশা করছে এফবিসিসিআই।”
সভায় ব্যবসায়ীদের পক্ষে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি শওকত আজীজ রাসেল এবং রিহ্যাব পরিচালক আইয়ুব আলী প্রমুখ।