Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক তিনটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার মধ্যে, যাত্রাবাড়ী থানার রাসেল হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিনদিন, ভাটারা থানার মনির হত্যা মামলায় সালমান এফ রহমানের তিনদিন এবং বাড্ডা থানার আব্দুল জব্বার হত্যা মামলায় আনিসুল হকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা মামুনের সাতদিন এবং সালমান ও আনিসুলের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন।
রিমান্ডে নেওয়া মামলাগুলোর সূত্র অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রাসেল। পরে পুলিশের গুলি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত হন তিনি।
একইভাবে, গত ১৯ জুলাই ভাটারা থানা এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন মনির হোসেন। তিনিও পুলিশের গুলি ও আওয়ামী লীগপন্থী ক্যাডারদের হামলায় নিহত হন বলে মামলায় উল্লেখ রয়েছে।
এ ছাড়া, গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৪ সেপ্টেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।