Your Ads Here 100x100 |
---|
সৌদি আরবের মক্কায় হজযাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে চার চীনা নাগরিককে। ভুয়া হজ ক্যাম্পেইনের নামে মক্কায় থাকার সুবিধা ও পরিবহণ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে তারা হাজিদের ফাঁদে ফেলছিলেন বলে জানিয়েছে সৌদি প্রশাসন।
বুধবার (৩০ এপ্রিল) সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মক্কার নিরাপত্তা টহল দলের অভিযানে চীনা ওই চার নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে।
মক্কা পুলিশের দাবি, অভিযুক্তরা ভুয়া প্রচারণা চালিয়ে হাজিদের সঙ্গে প্রতারণা করে আসছিল। চলতি সপ্তাহে আরও একটি চক্রকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হজ ক্যাম্পেইনের নামে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিচ্ছিল।
এসব বিজ্ঞাপনে হাজিদের আবাসন, পবিত্র স্থানগুলোতে যাতায়াতের সুবিধা, অন্যের পক্ষে হজ সম্পন্ন করার সেবা, কুরবানির পশু সরবরাহ ও হজ ব্রেসলেট বিক্রির দাবি করা হচ্ছিল।
এ বিষয়ে সৌদির জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে দেশটির নাগরিক ও হজযাত্রীদের হজ সংক্রান্ত নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো ধরনের প্রতারণার ঘটনা জানতে পারলে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং রাজ্যের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য জানানোর অনুরোধ জানানো হয়েছে।