Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের নেতা শাকিল আলম বুলবুলকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৫ মে’র মধ্যে তাদের লিখিতভাবে জবাব দাখিল করতে বলা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়েরের পর এই নির্দেশ দেন ট্রাইব্যুনালের বিচারকরা।
মামলার শুনানিতে প্রসিকিউশন পক্ষ আদালতকে জানায়, শেখ হাসিনার একটি বক্তব্য— “২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি”— ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং তা আদালতে উপস্থাপন করা হয়েছে। ওই মন্তব্যের ভিত্তিতেই আদালত এই আদেশ জারি করে।
এর আগে, বিচারিক কার্যক্রমে বাধা সৃষ্টি ও হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। প্রসিকিউশন জানায়, এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড তাদের হাতে এসেছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের আদেশে যাচাই করা হয়েছিল। বুধবার সেই আলামতের শুনানিতে আদালত অভিযোগ আমলে নেয় এবং কারণ দর্শানোর নির্দেশ দেয়।