29 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফেরা শিশুদের পাশে দাঁড়ালো পাকিস্তান সরকার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফিরে আসতে বাধ্য হওয়া শিশুদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান সরকার। সরকারি খরচে অন্তত দুই শিশুর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক ভর্তি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর জিও টিভি নিউজের।

সংবাদমাধ্যমটির ৩০ এপ্রিল (বুধবার) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফিরে আসা শিশুদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামাল। বিষয়টি তার নজরে আসার পরই তিনি এ সিদ্ধান্ত নেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন থেকে সরকারি খরচে পাকিস্তানেই এসব শিশুর চিকিৎসা করা হবে। এক বিবৃতিতে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ও বিষয়টি নিয়ে যোগাযোগ করেছে এবং পূর্ণ সহায়তা নিশ্চিত করেছে।

মন্ত্রী আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছে, যাতে দ্রুত চিকিৎসা শুরু করা যায়। সম্ভাব্য একটি বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজি, যেখানে শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

কাশ্মীরে সাম্প্রতিক হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে, শত শত পাকিস্তানি নাগরিক ভারত ছেড়ে নিজ দেশে ফিরছেন। এদের অনেকেই আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন।

ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকে শুরু করে ছয় দিনের মধ্যে মোট ৭৮৬ জন পাকিস্তানি নাগরিক আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন। একই সময়ে পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন ১,৩৭৬ জন ভারতীয় নাগরিক।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইরান মসাদ সংস্থার সঙ্গে সহযোগিতার অভিযোগে একজনকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরান তার বিচার বিভাগ থেকে জানিয়েছে যে, মসাদ, ইসরাইলের গোয়েন্দা সংস্থার সাথে সহযোগিতার অভিযোগে এক "শীর্ষ গুপ্তচর"কে...