27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

খোলামেলা পোশাক দেখতে এতো কষ্ট করে : শবনম ফারিয়ার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সোশ্যাল মিডিয়া—আলো ও অন্ধকারের মিশেলে গঠিত এক ভার্চুয়াল জগৎ। সেখানে তারকারা যেমন পান অসংখ্য অনুরাগীর ভালোবাসা, তেমনি মাঝেমধ্যে ফেঁসে যান অদ্ভুত ও বিব্রতকর পরিস্থিতিতে। মিথ্যা তথ্য, ভুয়া অ্যাকাউন্ট আর বিকৃত ছবি—এসব যেন বর্তমানে তারকাদের জন্য এক নিয়ত যন্ত্রণা।

এইবার সেই ফাঁদেই পা পড়েছে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার। ২৮ এপ্রিল দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাঁর মুখ সংযোজন করে একটি বিতর্কিত ছবি ছড়ানো হয়েছে।

fb post
fb post

পোস্টে তিনি খানিকটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন,
এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছেন। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এতো কষ্ট করে এডিট করে!”

এই অদ্ভুত ‘সৃষ্টিশীলতা’ দেখে হতবাক না হয়ে পারেননি ফারিয়া। তিনি আরও যোগ করেন,
“আমি তো এমনিই স্লিভলেস পরে ছবি দিই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখে মাঝে মাঝে মনে হয়, এমন কয়েকটা ছবি তুলে দিই, যাতে ভবিষ্যতে তাদের এডিটিংয়ের কষ্ট কিছুটা কমে!”

তার এই ব্যঙ্গ ও স্যাটায়ার ভরা পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ প্রতিবাদ জানিয়েছেন, কেউবা হেসেছেন মজা করে। আর ফারিয়া? তিনিও রসবোধের সঙ্গে উত্তর দিয়েছেন একের পর এক মন্তব্যে।

এ যেন এক অদৃশ্য লড়াই—পরিচয়ের সত্য আর মিথ্যার মাঝখানে। তারকারা হয়ত আকাশে জ্বলজ্বলে তারা, কিন্তু মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার মেঘে তাদের আলোও ঢাকা পড়ে যায়।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...