27.9 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫

অসুস্থ স্বামীর পাশে থাকতে প্যারোলে মুক্তি চাইলেন দীপু মনি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন, কারণ তিনি তার অসুস্থ স্বামীর পাশে থাকতে চান। তার স্বামী তৌফিক নেওয়াজ বর্তমানে গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে, বুধবার (৩০ এপ্রিল) শুনানি শেষে ট্রাইব্যুনাল দীপু মনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট রাজধানী ঢাকার বারিধারা এলাকা থেকে পুলিশ সাবেক এই সমাজকল্যাণমন্ত্রীকে গ্রেপ্তার করে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট দীপু মনির বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় পেনাল কোডের ৩০২/১৪৯/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলনের সময় হাজার হাজার ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে অংশ নেয়। এসময় পুলিশ দেশব্যাপী নির্বিচারে গুলি চালায়, যার ফলে বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন। বিশেষ করে ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় পুলিশের গুলিতে স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

- Advertisement -spot_img
সর্বশেষ

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ড্রোনের আঘাতে একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়

খবরের দেশ ডেস্ক : রাশিয়ার কৃষ্ণসাগরতীরবর্তী শহর সোচিতে একটি বড় তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। দেশটির কর্মকর্তারা দাবি করছেন, ইউক্রেন...