27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

এএসপি পদে নিয়োগ পাবেন না বিবাহিতরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে পুলিশ বাহিনী একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছে, যার মধ্যে অন্যতম হলো বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না করা। মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই প্রস্তাবগুলো উত্থাপন করা হয়।

অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: সব স্তরের পুলিশ সদস্যদের জন্য ঝুঁকি ভাতা চালু করা, আবাসন সংকটের সমাধান, পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে ভাতা প্রদান, নারী প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধি, পুলিশ সদস্যদের স্বামী-স্ত্রী হলে একই কর্মস্থলে পদায়ন, এবং এএসপি পদে নিয়োগ বিধি সংশোধন। এর পাশাপাশি, নারী ট্রাফিকদের জন্য নারীবান্ধব টয়লেট ফ্যাসিলিটিজ এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সরবরাহসহ সার্বিক মান উন্নয়নের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়।

বাংলাদেশ পুলিশ একাডেমির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ব্যারিস্টার জিল্লুর রহমান এএসপি পদে নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি জানান, পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এএসপি প্রার্থীদের মধ্যে প্রায় ৭০ শতাংশই বিবাহিত, অনেকেরই সন্তান রয়েছে। এসব প্রার্থী সন্তান রেখে প্রশিক্ষণে অংশ নেন, ফলে তাদের মনোযোগ প্রশিক্ষণে কমে যায়। এছাড়া, প্রশিক্ষণ শেষে তাদের ঢাকায় বদলি করা হলে তারা দ্রুত ঢাকায় ফিরে আসার জন্য তদবির করতে থাকেন। এ কারণে, তিনি প্রস্তাব করেন যে, অবিবাহিত প্রার্থীদের এএসপি পদে নিয়োগ দেয়া উচিত, যাতে তারা উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে সক্ষম হন।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ সদস্যদের নিজেদের বৃহত্তর জেলার মধ্যে পদায়নের বিষয়ে চিন্তা-ভাবনা চলছে। এছাড়া, স্বামী-স্ত্রী দুজন পুলিশ সদস্য হলে তাদের একই জেলায় পদায়ন প্রাধান্য দেয়ার বিষয়টিও বিবেচনায় আনা হচ্ছে। কনস্টেবল থেকে এসআই পর্যন্ত পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা প্রদান করতে উচ্চসীমা (সিলিং) বন্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে নিচের স্তরের পুলিশ কর্মকর্তারা বেশি পরিমাণ ঝুঁকি ভাতা পেতে পারেন।

এছাড়া, মতবিনিময় সভায় ট্রাফিকের জন্য বিশেষ সুবিধা, টহলরত পুলিশ সদস্যদের জন্য তাঁবু স্থাপন, এবং মাদক ব্যবসায়ীদের ধরতে শক্তিশালী অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...