27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

অ্যাকশন নয়, এবার আবেগের মঞ্চে ‘দ্য রক’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যারা সবসময় ‘দ্য রক’—ডোয়াইন জনসনকে অ্যাকশন হিরো হিসেবেই চেনেন, তাদের জন্য এবার অপেক্ষা করছে এক চমকপ্রদ মোড়। ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর নতুন ট্রেলারে দেখা যাচ্ছে এমন এক জনসন, যাকে প্রথম দেখায় হয়তো কেউ চিনতেই পারবেন না!

A24 স্টুডিওর প্রযোজনায় নির্মিত এই জীবনীভিত্তিক স্পোর্টস ড্রামায় জনসন পরিণত হয়েছেন এক বাস্তব চরিত্রে—মার্ক কের, যিনি দুইবারের UFC হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং প্যান আমেরিকান গেমসের স্বর্ণজয়ী। কিন্তু গল্পটা কেবল জয়ের নয়—এই সিনেমায় দেখা যাবে রিংয়ের বাইরে তাঁর ভেতরের লড়াই, নেশার ছোবল, আর ভাঙা সম্পর্কের দহন।

ট্রেলারে জনসনের চেহারা এতটাই বদলে গেছে—উইগ, প্রস্থেটিক মেকআপ আর গভীর অভিব্যক্তির ভারে—যে তাকে আলাদা করে চেনা রীতিমতো কঠিন। যদিও তার পুরোনো শরীরী ভাষার কিছু ঝলক মাঝেমধ্যে দেখা যায়, কিন্তু এই নতুন চরিত্র যেন একেবারে অন্য কেউ।

 

দ্য রক’
দ্য রক’

 

বেনি সাফদি, যিনি ‘আনকাট জেমস’ দিয়ে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, এবার একক পরিচালনায় এই সিনেমা দিয়ে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন।

দ্য রক’
দ্য রক’

এই ছবিতে জনসনের বিপরীতে আছেন এমিলি ব্লান্ট, যিনি রূপ দিয়েছেন মার্ক কেরের স্ত্রী ডন স্টেপলসের চরিত্রে। ট্রেলারে দুজনের সম্পর্কের টানাপোড়েন যেমন স্পষ্ট, তেমনি রসায়নও জমজমাট। উল্লেখযোগ্য বিষয় হলো, জনসন ও ব্লান্ট খুব শিগগিরই আবার একসাথে দেখা দেবেন আরেকটি ভিন্ন স্বাদের গ্যাংস্টার সিনেমায়, যার পরিচালনায় থাকবেন কিংবদন্তি মার্টিন স্করসেসি।

‘দ্য স্ম্যাশিং মেশিন’ মুক্তি পাচ্ছে ৩ অক্টোবর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে। সেদিন হয়তো দর্শকেরা প্রথমবারের মতো দেখবেন, কীভাবে ‘দ্য রক’ ভেঙে গিয়ে আবার দাঁড়াতে শিখছেন—এক ভিন্ন যুদ্ধের ময়দানে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...