27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

কোনো নির্বাচনী জোটে অংশ নেবেনা এনসিপি- নাহিদ ইসলাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য এনসিপি কাজ করবে, তবে তারা কোনো নির্বাচনী জোটে অংশ নেবে না।

বুধবার (৩০ এপ্রিল) গণসংহতি আন্দোলন এবং এনসিপির মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, “সংবিধানের মৌলিক বিধান পরিবর্তন করতে হলে তা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে পরিবর্তন করতে হবে। এই প্রক্রিয়া টেকসই হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার যে টাইমফ্রেম প্রস্তাব করেছে, আমরা প্রাথমিকভাবে সেটি সমর্থন করি। তবে তার আগে মৌলিক সংস্কারের বিষয় এবং আওয়ামী লীগের বিচারের প্রশ্নের সমাধান হওয়া প্রয়োজন।”

নাহিদ ইসলাম বলেন, “সংস্কারের বিষয়ে আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচনের ক্ষেত্রেও আমাদের দাবি গণপরিষদ নির্বাচন।”

তিনি এও বলেন, “দল হিসেবে আমরা এই বিষয়গুলোতেই ফোকাস করতে চাই।”

এছাড়া, নাহিদ ইসলাম উল্লেখ করেন, “আমরা যেহেতু জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসেছি, তাই আমাদের এজেন্ডা মৌলিক সংস্কার ও ন্যায়বিচারের ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই এজেন্ডার ভিত্তিতেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। এর মাধ্যমে মাঠের ঐক্য এবং রাজনৈতিক ঐক্য গঠন করা সম্ভব।”

তবে, নির্বাচনে কোনো ঐক্যে অংশ নেওয়ার বিষয়ে তিনি নিশ্চিত করেননি।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...