27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

মোহনীয়তা ধরে রাখতে যেভাবে রূপচর্চা করেন ক্যাটরিনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বলিউডের রহস্যময় এক সৌন্দর্যের নাম ক্যাটরিনা কাইফ। তার চোখের গভীরতা, মুখের দীপ্তি আর স্নিগ্ধ ত্বক—সব মিলিয়ে তিনি যেন এক জীবন্ত কাব্য। ভক্ত-অনুরাগীরা বরাবরই জানতে চেয়েছেন—এই লাবণ্যের উৎস কোথায়? কেমন করে সম্ভব এই বয়সেও এমন দীপ্তি?

৪০ পেরিয়ে এসেও ক্যাটরিনার রূপ যেন সময়কে থমকে দিয়েছে। তার চোখের ধার, নির্মেদ গড়ন আর উজ্জ্বল মুখশ্রী—সবকিছু এখনো বহু হৃদয়ে ঝড় তোলে। পুরুষেরা যেমন মুগ্ধ, তেমনি নারীরাও আগ্রহী—এই সৌন্দর্য রহস্যের পাঠ নিতে।

সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি নিজেই খুলে দিয়েছেন রূপচর্চার অন্দরমহল। জানিয়েছেন—দিন শুরু হয় দুই গ্লাস পানি দিয়ে। খালি পেটে পানি পান তার কাছে শুধু অভ্যাস নয়, রীতিমতো এক রূপচর্চার প্রথম ধাপ।

পুষ্টিবিদরাও বলেন, ঘুম ভাঙার পর শরীরকে ডিটক্সিফাই করতে এই অভ্যাস খুবই কার্যকর। এর পরেই ক্যাটরিনার হাতে ধরা পড়ে এক রহস্যময় রস—সেলেরির জুস। দেখতে অনেকটা ধনেপাতার মতো এই সবুজ পাতায় থাকে ভিটামিন সি, বিটা ক্যারোটিন আর ফ্ল্যাভোনয়েডসের মিশ্রণ—যা ত্বককে ভিতর থেকে উজ্জ্বল রাখে।

এখানেই শেষ নয়। ক্যাটরিনার মতে, রূপচর্চার আসল ভিত্তি হচ্ছে নিয়মিত ত্বকের যত্ন। ঘুম থেকে উঠে কয়েক ফোঁটা ফেশিয়াল অয়েল দিয়ে হালকা হাতে মুখে মালিশ করে নেন তিনি—এই ছোট্ট অভ্যাসেই ঝলমলে হয়ে ওঠে তার মুখশ্রী।

তবে, তিনি এক গুরুত্বপূর্ণ পরামর্শও দেন—মেকআপে নয়, ভেতরের পরিচর্যাতেই থাকা উচিত সৌন্দর্যের আসল ভরসা। ক্যাটরিনা বলেন, শুটিং ছাড়া সাধারণত তিনি প্রসাধন ব্যবহার করেন না। ত্বককে যেন শ্বাস নিতে দেওয়া হয়—এই চর্চাকেই তিনি বিশ্বাস করেন।

সৌন্দর্য হয়তো চোখে ধরা যায়, কিন্তু তার পেছনের অধ্যবসায় আর শৃঙ্খলা থাকে অন্তরালে। আর ক্যাটরিনার রূপচর্চার এই রহস্য যেন ঠিক সেই আলোকছায়ার গল্প—যেখানে মুগ্ধতা আর বাস্তবতার এক অপূর্ব মেলবন্ধন ঘটে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...