26 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে নীলচক্র

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

লাস ভেগাসের ঝলমলে আলোয় যখন বিশ্ব প্রিমিয়ারে মুগ্ধ করেছিল ‘নীলচক্র’, তখনই বোঝা গিয়েছিল—এই সিনেমা শুধুই আরেকটি থ্রিলার নয়, বরং প্রযুক্তি-আবৃত এক অন্ধকার বাস্তবতার দরজায় কড়া নাড়া। অবশেষে সেই প্রতীক্ষিত ছবি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে এবারের ঈদুল আযহায়।

প্রধান চরিত্রে রয়েছেন আরিফিন শুভ, আর তার বিপরীতে অভিনয় করেছেন ‘কাজল রেখা’ খ্যাত মন্দিরা চক্রবর্তী। দর্শক একদিকে যেমন দেখতে পাবেন প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাওয়া নতুন প্রজন্মকে, তেমনি আবিষ্কার করবেন—কীভাবে সেই একই প্রযুক্তি হতে পারে ধ্বংসের নীরব কারিগর।

‘নীলচক্র’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে প্রযুক্তিনির্ভর ফাঁদের এক মারাত্মক চিত্র নিয়ে, যেখানে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মোহ হয়ে উঠেছে নিয়ন্ত্রকদের অস্ত্র। তরুণেরা, নিজেদের অজান্তেই, ঢুকে পড়ছে সেই নীল আবরণে মোড়ানো চক্রে, যার পরিণতি হতে পারে ভয়ানক।

চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা মিঠু খান এবং লেখক নাজিম উদ দৌলা। তারা জানিয়েছেন, এই সিনেমা শুধু থ্রিলার নয়—এটি একধরনের সতর্কবার্তা।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কোরবানি ঈদেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে পরিচালক মিঠু খান বলেন, “আমরা শিগগিরই মুক্তির বিষয়টি চূড়ান্ত করব। ঈদেই দর্শকেরা পাবে ‘নীলচক্র’-এর স্বাদ, এমনটাই আমাদের চেষ্টা।”

এই সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, এবং মাসুম রেজওয়ান

‘নীলচক্র’ কেবল একটি গল্প নয়—এটি এক সময়োপযোগী বার্তা, যেখানে প্রযুক্তির আলোর নিচে লুকিয়ে থাকা অন্ধকারগুলো আপনাকে ভাবিয়ে তুলবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...