Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করেছে দলটি। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।
এর আগেও, ২০২৩ সালের নভেম্বরে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। সে সময় তিনি শোকজের লিখিত জবাব দিলেও দলীয় নেতৃত্ব তার জবাবে অসন্তোষ প্রকাশ করে তাকে সতর্ক করেছিল।
উল্লেখ্য, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রয়াত রাজনীতিক ফজলুল কাদের চৌধুরীর ছেলে এবং বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির রাজনীতিতে গিয়াস কাদের ও গোলাম আকবর খোন্দকারের দ্বন্দ্ব দীর্ঘদিনের এবং তা প্রকাশ্যও।