27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

৩ দিনের ছুটিতে ঢাকায় ৪ টি বড় সমাবেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

আগামীকাল ১ মে থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এ ছুটিকে ঘিরে রাজধানী ঢাকায় চারটি দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশের ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বড় পরিসরে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

একই দিনে পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার সকাল ৯টায় অনুষ্ঠেয় এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। বক্তব্য দেবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার।

পরদিন শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দলটির ঢাকা মহানগর শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে ১০ থেকে ১৫ হাজার মানুষের উপস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছে এনসিপি।

এ ছাড়া শনিবার (৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এক মাস ধরে এ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। সমাবেশে মূল দাবির মধ্যে রয়েছে—হেফাজতের নেতাদের বিরুদ্ধে করা প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে এবং ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদ।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...