27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

এক মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা চায় পুলিশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

প্রতিবছর এক মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা দাবি করেছে পুলিশ। তাদের যুক্তি, অন্যান্য সরকারি চাকরিজীবীরা বছরে ১২৯ দিন সরকারি ছুটি পান এবং তাদের কর্মঘণ্টা নির্দিষ্ট থাকে। কিন্তু পুলিশ সদস্যরা আট ঘণ্টার বদলে আরও বেশি সময় দায়িত্ব পালন করেন এবং সরকারি ছুটিতেও কাজ করতে হয়। ঈদ, নববর্ষ, পহেলা মে ছাড়াও অন্যান্য উৎসবের সময় নিরাপত্তা নিশ্চিত করতে তারা কর্মরত থাকেন।

গতকাল মঙ্গলবার রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পুলিশের পক্ষে এ দাবি উত্থাপিত হয়। অনুষ্ঠানে পুলিশের আরও কিছু দাবি-দাওয়া তুলে ধরা হয়, যার মধ্যে অন্যতম ছিল স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের প্রস্তাব।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গেও গতকাল পুলিশ কর্মকর্তাদের পৃথক মতবিনিময় হয়। সেখানে বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না দেওয়ার প্রস্তাবও এসেছে। পুলিশ কর্তৃপক্ষ বিবাহিত প্রার্থীদের নিয়োগ বিধিমালা পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

বৈঠকে উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ সদরদপ্তরের এএসপি মো. আল আসাদ প্রধান উপদেষ্টার কাছে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের দাবি উত্থাপন করেন। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করা হয়েছে, যা জনগণের সঙ্গে পুলিশ বাহিনীর দূরত্ব তৈরি করেছে। পুলিশ বাহিনীকে নিরপেক্ষ এবং পেশাদারী হিসেবে পরিচালনা করতে একটি স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের প্রস্তাব তুলে ধরা হয়েছে, যা একমত হলেও পূর্ণাঙ্গ রূপরেখা এখনও দেওয়া হয়নি।

ঢাকা জেলার পুলিশ কনস্টেবল সামিয়া স্বর্ণা প্রধান উপদেষ্টার কাছে এক মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা দাবি করেন। তিনি বলেন, পুলিশ সদস্যরা তাদের সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনগুলোকে উৎসর্গ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করেন। তারা দিনে ৮ ঘণ্টার বদলে গড়ে ১২ থেকে ১৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন এবং দেশীয় উৎসবগুলিতে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকেন। এই চূড়ান্ত দায়ভার পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা শারীরিক, মানসিক এবং পারিবারিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এর ফলে, ক্ষতিপূরণ ভাতা প্রদান পুলিশের কর্মস্পৃহা এবং মনোবল বৃদ্ধি করতে সহায়ক হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পৃথক মতবিনিময়ে পুলিশ একাডেমি সারদার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ব্যারিস্টার জিল্লুর রহমান পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কিছু সংশোধনের প্রস্তাব করেন। তিনি বলেন, পুলিশ একাডেমিতে এএসপি হিসেবে যাদের প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের প্রায় ৭০ শতাংশই বিবাহিত, যাদের সন্তান রয়েছে এবং তাদের মানসিক চাপ সৃষ্টি হয়। এতে গুণগত প্রশিক্ষণ দেওয়া কঠিন হয়ে পড়ে।

এ ছাড়া অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে ছিল—পুলিশের সব স্তরে ঝুঁকি ভাতা চালু, আবাসন সংকট নিরসন, নারী প্রশিক্ষণ সেন্টার বৃদ্ধি, একই কর্মস্থলে স্বামী-স্ত্রী পুলিশ সদস্যদের পদায়ন এবং নারীদের জন্য নারী-বান্ধব টয়লেটের ব্যবস্থা করা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ সদস্যদের নিজেদের বৃহত্তর জেলার মধ্যে পদায়নের চিন্তাভাবনা করছে সরকার। একইভাবে, পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা প্রদানের ক্ষেত্রে উচ্চসীমা (সিলিং) বন্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং ঘুষ ও দুর্নীতি থেকে দূরে থাকতে হবে।

সভায় উপস্থিত ছিলেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এবং পুলিশ মহাপরিদর্শক ড. বাহারুল আলম।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...