Your Ads Here 100x100 |
---|
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রেখেছিলেন পিয়া বিপাশা। নাটক, মিউজিক ভিডিও আর সিনেমায় অভিনয় করে অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই হারিয়ে যান শোবিজ দুনিয়া থেকে। অনেকে যখন তাঁর খোঁজে ছিলেন, তখন তিনি পাড়ি জমিয়েছেন আমেরিকায়। এখন নিউইয়র্কে বসবাস করছেন প্রায় পাঁচ বছর ধরে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন নিজের প্রবাসজীবন, সম্পর্ক ও ক্যারিয়ার নিয়ে।
পিয়া জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। সেখানেই পরিচয় হয় এক মার্কিন নাগরিকের সঙ্গে, গড়ে ওঠে প্রেম, পরে দুজন বিয়ে করেন। যদিও এখনও আনুষ্ঠানিকতা সারেননি, তবে চলতি বছরের শেষের দিকে তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের মিডিয়ায় কাজ না করার কারণও স্পষ্টভাবে তুলে ধরেন পিয়া। তাঁর ভাষায়—
বাংলাদেশে ভালো লাগত না। লবিং ছাড়া কাজ পাওয়া যেত না। একটা ভালো সিনেমার কথা ছিল, সেটা আর হয়নি। তখনই মনে হলো, মিডিয়ায় টিকে থাকা সম্ভব নয় আমার পক্ষে। আমি কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজই না পেলে টাকা আসবে কোথা থেকে?
নিউইয়র্কে এসে সবকিছু পাল্টে যায়। শুরু হয় নতুন জীবন, নতুন স্বপ্ন। আর মিডিয়ার সঙ্গে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন পিয়া। এখন তিনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ব্র্যান্ড প্রমোশন ও ইনফ্লুয়েন্সিংয়ের মাধ্যমে আয় করছেন। তাঁর ভাষায়,
ইনস্টাগ্রাম বা ফেসবুকে পণ্যের পোস্ট দিয়ে দুই-তিন হাজার ডলার পর্যন্ত আয় হয়। এখন এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও চলে। যা চেয়েছি, পাঁচ বছরে সব পেয়েছি—টাকা, ভালোবাসা, সুন্দর জীবন, স্বামী। এখন আর কোনো স্বপ্ন নেই।
অভিনয়ের কথা বলতে গিয়ে তিনি জানান, ২০১৩ সালে তাহসান খানের সঙ্গে নাটক ‘দ্বিতীয় মাত্রায়’ অভিনয় করেছিলেন। ছোটবেলায় রূপকথার বই পড়ে নিজেকে গল্পের নায়িকা কল্পনা করতেন। অভিনয়ও শুরু হয়েছিল সেই কল্পনার টানেই। তবে শেষমেশ তিনি সিনেমার আলো ছেড়ে বাস্তব জীবনের আলোয় স্থায়ী হয়েছেন।
পিয়া বিপাশার জীবনের এই অধ্যায় হয়তো মিডিয়ার বাইরে, কিন্তু গল্পটা ঠিকই সিনেমার মতো রোমাঞ্চকর।