Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক :
পিরোজপুর-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী সম্প্রতি পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের ২৯ জন সদস্যকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত করার ঘটনা ঘটিয়েছেন।
গত শনিবার সকালে, মাসুদ সাঈদী পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি এবং মরিচাল এলাকায় কেন্দ্রঘোষিত গণসংযোগ অনুষ্ঠানে অংশ নেন। ওই সময়, তার আহ্বানে সনাতন ধর্মাবলম্বীসহ বহু মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার জন্য সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
গণসংযোগে যোগ দেওয়া সনাতন ধর্মাবলম্বী সদস্যরা হলেন: কুণ্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুণ্ড, নিতাই কুণ্ড, অচিন কুণ্ড, সুনীল দাস, বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলা এলাকার রতন কুমার শীল, পালপাড়া এলাকার নিতাই মণ্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা এবং রাজারহাট এলাকার জয়দেব মিত্র।
এছাড়া, পিরোজপুরের ইন্দুরকানী থেকে আরো ১০ জন হিন্দু ধর্মাবলম্বী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত সোমবার (২৮ এপ্রিল) বিকেলে পত্তাশী ইউনিয়নে জামায়াতের দাওয়াতি পক্ষ এবং সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়, এবং মঙ্গলবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন জামায়াতের উপজেলা আমির মাওলানা আলী হোসেন।