27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

মে মাসের শুরুতে বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ আবহাওয়াবিদদের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

মে মাসের প্রথম সপ্তাহজুড়ে দেশের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রপাতে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তাদের মতে, আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি উত্তর-পশ্চিম দিকে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেড়ে যায়। তাই এ ধরনের পরিস্থিতিতে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে, জনসচেতনতাই প্রাণহানি রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা।

গত সোমবার দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক বজ্রপাত হয়, যার ফলে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটে। প্রতিবছর দেশে বজ্রপাতপ্রবণ এলাকার বিস্তার এবং বজ্রঝড়ের সংখ্যাও বাড়ছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, “বজ্রপাতে মৃত্যুরোধে সম্মিলিত সচেতনতায় জোর দেওয়া জরুরি। ‘বজ্রধ্বনি শুনবেন যখন, ঘরে যাবেন তখন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বাড়ানো প্রয়োজন।”

তিনি আরও জানান, বজ্রপাত এড়াতে সময় খুব বেশি পাওয়া যায় না। তাই মেঘাচ্ছন্ন পরিবেশ এবং উত্তর-পশ্চিম আকাশে ঘন কালো মেঘ দেখা গেলে সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহে দেশের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড় হতে পারে। সেই সঙ্গে অভ্যন্তরীণ নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত দেওয়া হতে পারে বলেও জানান ড. মল্লিক।

তিনি আরও বলেন, মে মাসের মাঝামাঝি সময়ে দেশের কিছু অঞ্চলে তীব্র থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগের পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিই পারে বজ্রপাতে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমাতে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...