27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

সাকিবকে টপকে ইতিহাস গড়লেন মিরাজ, বাংলাদেশ এগিয়ে চট্টগ্রাম টেস্টে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন বহুবার প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ। যদিও সেই উচ্চতায় এখনো পৌঁছাননি, তবে সেই লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। সম্প্রতি চট্টগ্রাম টেস্টে দারুণ এক কীর্তি গড়ে বিশ্বক্রিকেটে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন তিনি।

টেস্ট ক্রিকেটে দ্রুততম সময়ে ২০০০ রান ও ২০০ উইকেটের ডাবল অর্জনে সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গেছেন মিরাজ। যেখানে সাকিবের এই কীর্তি স্পর্শে লেগেছিল ৫৪ টেস্ট, সেখানে মিরাজ তা করে দেখিয়েছেন মাত্র ৫৩ ম্যাচেই। তিনি বিশ্ব ক্রিকেটে ২৬তম খেলোয়াড় হিসেবে এই ডাবল অর্জন করলেন। ম্যাচসংখ্যার বিচারে তিনি চতুর্থ, ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গেও যৌথভাবে অবস্থান করছেন। এ তালিকায় তার চেয়ে এগিয়ে আছেন রবিচন্দ্রন অশ্বিন (৫১ টেস্ট), কপিল দেব ও ইমরান খান (৫০), এবং ইয়ান বোথাম (৪২)।

সিলেট টেস্টে ১০ উইকেট নেওয়ার মধ্য দিয়ে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছান মিরাজ। আর চট্টগ্রাম টেস্টে ৩৬ রানের ঘাটতি নিয়ে নামা এই অলরাউন্ডার পূরণ করেন ২০০০ রান এবং তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ইনিংসটি ছিল দলের জন্যও গুরুত্বপূর্ণ। শেষ বিকেলে ব্যাটিং ধসে পড়া বাংলাদেশ যখন বড় লিড থেকে ছিটকে পড়ছিল, তখন লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে দায়িত্ব নেন মিরাজ। তার ১০৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৪৪৪ রান, গড়ে নেয় ২১৭ রানের লিড।

মিরাজ তার সেঞ্চুরির ইনিংসটি সাজান ১১টি চারের সঙ্গে একটি ছক্কায়। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ১০৩ রানের পর এটি তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। একই ইনিংসে আরেক ব্যাটার সাদমান ইসলামও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন।

বাংলাদেশের ৪৪৪ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ২২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। শুরুটা করেন তাইজুল ইসলাম, যিনি প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৬ উইকেট। মাত্র ৮ রানের মধ্যেই দুটি উইকেট তুলে নেন তিনি, তৃতীয় উইকেটটি নেন নাঈম হাসান।

তবে এরপর জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন এবং ওপেনার বেন কারান ইনিংস মেরামতের চেষ্টা করছেন। মিরাজের বলে ১৬ রানে ক্যাচ দিয়ে বাঁচেন আরভিন, সুযোগটি নষ্ট করেন অধিনায়ক শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে আরভিন ও কারান মিলে গড়েন ৪৭ রানের জুটি।

প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৬৯ রান। আরভিন ২৫ ও কারান ৩১ রানে অপরাজিত রয়েছেন। সফরকারীরা এখনো পিছিয়ে ১৪৮ রানে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...