27 C
Dhaka
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম অক্টোবর থেকে শুরু হতে পারে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

মাউশি (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু করতে যাচ্ছে। অক্টোবর মাসে বদলি আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার মাউশির দ্বারা গঠিত একটি কমিটি বদলি কার্যক্রমের সফটওয়্যার তৈরি সংক্রান্ত সভা অনুষ্ঠিত করে। ওই সভায় বদলির জন্য একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
সূত্র জানিয়েছে, জুন মাসের মধ্যে সফটওয়্যার তৈরির কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর অক্টোবর থেকে নির্ধারিত নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম শুরু হবে।

এ বছরের ১১ আগস্ট, শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা প্রকাশ করে, যার আওতায় বদলি কার্যক্রম পরিচালিত হবে।

মাউশির উপপরিচালক (মাধ্যমিক-২) ইউনুছ ফারুকী গণমাধ্যমকে জানিয়েছেন, “আমরা অক্টোবর থেকেই বদলি কার্যক্রম চালু করতে চাই। এর জন্য একটি সফটওয়্যারের কাজ চলছে।”
তিনি আরও বলেন, মে থেকে জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

সব ধরনের জালানির দাম কমলো ১ টাকা

নিউজ ডেস্ক আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে...