26.9 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

বানারীপাড়ায় কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড বসতবাড়ি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়া উপজেলার ৪ নং চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠি গ্রামটি কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। অগণিত ঘর বাড়ির চালা উড়িয়ে নিয়ে গেছে।, অসহায় পরিবারগুলো ঘর বাড়ি হারিয়ে দিশারায় হয়ে পড়েছেন। ওই সকল ঘরে বসবাসের জন্য কোন ধরনের সুযোগ সুবিধা নেই। অল্প সময়ের স্থায়ী আজ বৈশাখি ঝড়ে বড় চাউলাকাঠি গ্রামের চিত্রটি সম্পূর্ণ পাল্টে গেছে। ঝড়ে ৮/১০ টি ঘর ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। ওয়ার্ডে অবস্থিত  শিকদার বাড়ি জামে মসজিদটির চালে বড় গাছের ঘুরি পরে মসজিদের চালা ভেঙে গেছে। অগণিত গাছপালা ভেঙে রাস্তাঘাটে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অনেক দোকানের চাল উড়িয়ে নিয়ে গেছে। জুলাই ২৪ এ শহীদ তাহিদুল ইসলামের ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে। ঘরবাড়ি ভেঙে চুরে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এলাকার মামুন, নবীর, কাশেম, জাকির, মহসিন, খোকন, সোহেল। অনেক গাছপালা ভেঙেছে এলাকার মান্নান, খোকন, আব্দুল আলিম গাজি, আবুল খায়ের সহ অনেকের। অসহায় গরীব মানুষগুলো তাদের আশ্রয়স্থল বসতবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেকে বিভিন্ন এন জি ও লোন নিয়ে ঘরবাড়ি উত্তোলন করেছেন, গবাদি পশুর খামার করেছেন কিন্তু সর্বনাশা কালবৈশাখি ঝড়ে বাড়িঘর গবাদি পশুর খামার ভেঙে চুরমার হয়ে। অনেক পরিবারের এখন পথে বসার উপক্রম হয়েছে। সরকারি সাহায্য ছাড়া তাদের এই ক্ষতি পুষিয়ে ওঠা কোনোমতেই সম্ভব নয়। সরকারি উদ্যোগে এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি পূরণের ব্যবস্থা করার জোর দাবি করেছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান বলেন, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কাছ থেকে আমরা আবেদন নিচ্ছি, যথাসাধ্য তাদেরকে সহায়তা দেওয়া হবে। সহায়তা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন ঘরের জন্য টিন দেয়া হবে এবং আর্থিক অনুদান দেওয়া হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...