- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
নিউজ ডেস্ক
আগামীকাল থেকে সব ধরনের জ্বালানি তেল — ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোল — এর দাম গত মাসের চেয়ে এক টাকা কমবে, মে মাসের জন্য নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী।
আজ এক সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় শক্তি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
নতুন দামে, ডিজেল ও kerosene প্রতি লিটার ১০৪ টাকা দামে বিক্রি হবে। অকটেন প্রতি লিটার ১২৫ টাকা, এবং পেট্রোলের দাম ১২১ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, গতকাল সারাদেশের ২১টি জেলার বিদ্যুৎ সরবরাহে ঘটে যাওয়া গ্রিড বিপর্যয় নিয়ে তদন্ত করতে একটি আট সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সরকার।