26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

মে দিবস আজ: শ্রমিক-মালিক ঐক্যে নতুন বাংলাদেশের স্বপ্ন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক :

আজ ১ মে, মহান মে দিবস। এটি শ্রমজীবী মানুষের অধিকার ও আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতির দিন। শ্রমিকদের ন্যায্য দাবি ও মর্যাদার প্রতি সম্মান জানিয়ে প্রতিবছরই সারা বিশ্বে দিনটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য— “শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।”

মে দিবস উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, শ্রমিক-মালিকের সুসম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে অপরিহার্য। দেশের টেকসই উন্নয়নে মে দিবসের তাৎপর্য অনস্বীকার্য। তিনি বলেন, শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক; তাদের যৌথ প্রচেষ্টায়ই গড়ে উঠতে পারে একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ।

ড. ইউনূস আরও বলেন, পোশাক শিল্প, কৃষি, নির্মাণ, প্রযুক্তি, পরিবহনসহ প্রতিটি খাতে শ্রমিক ও মালিকের শ্রম ও মেধা দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি। নতুন বাংলাদেশ গড়তে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ আরও সুদৃঢ় করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা বজায় রাখি, তাহলে জুলাই-আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে।”

তিনি আরও জানান, এ বছর মে দিবসের পাশাপাশি ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫’ও উদযাপিত হচ্ছে। শ্রমিকের সামাজিক সুরক্ষা ও ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা কেবল শ্রমিকের অধিকার নয়, বরং এটি শিল্প ও অর্থনীতির বিকাশে একটি মৌলিক শর্ত। শ্রমিকের জীবনমান উন্নয়নের ইতিবাচক প্রতিফলন পড়ে সামগ্রিক শিল্প খাত ও দেশের অর্থনীতিতে।

মে দিবসের পটভূমিতে ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকরা জীবন উৎসর্গ করেন। সে সময় এক অজ্ঞাতনামা ব্যক্তির বোমা হামলার প্রেক্ষিতে পুলিশ গুলি চালালে ১০-১২ জন শ্রমিক ও পুলিশ প্রাণ হারান। তাঁদের আত্মত্যাগের মাধ্যমে বিশ্বে শ্রমিক অধিকারের নতুন যুগ সূচিত হয়।

এরপর ১৮৮৯ সালে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে রেমন্ড লাভিনে প্রস্তাব দেন ১৮৯০ সাল থেকে প্রতিবছর ১ মে আন্তর্জাতিকভাবে পালনের। ১৮৯১ সালে এ প্রস্তাব গৃহীত হয়। ১৯০৪ সালে আমস্টারডামে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে মে দিবসে সব শ্রমিক সংগঠনকে কাজ বন্ধ রাখার আহ্বান জানানো হয়। সেই থেকে দিনটি বিশ্বব্যাপী ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলাদেশেও শ্রমিক অধিকারের প্রতি প্রতিশ্রুতি রক্ষায় গত ১৭ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার ১০ সদস্যবিশিষ্ট একটি সংস্কার কমিশন গঠন করে। ২১ এপ্রিল কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়, যাতে শ্রমিক অধিকার রক্ষায় ২৫টি সুপারিশ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে মহান মে দিবস উপলক্ষে বিএনপি ও জামায়াতপন্থি শ্রমিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আজ পৃথকভাবে সমাবেশের আয়োজন করেছে। বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। অপরদিকে, জামায়াতে ইসলামপন্থি সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পুরানা পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ আয়োজন করেছে।

মে দিবসের গুরুত্ব তুলে ধরে জাতীয় পত্রিকাগুলো আজ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেলগুলোও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশ্মীর হামলার পর চরম উত্তেজনা: যুক্তরাষ্ট্র-ভারত আলোচনায় সক্রিয়

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর পাক-ভারত সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র...