Your Ads Here 100x100 |
---|
সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের আনন্দ শেষ না হতেই এবার এলো আরও এক সুখবর। আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেয়েছে তার অভিনীত সিনেমা প্রিয় মালতী।
দীর্ঘদিন নাট্যাঙ্গনে সাফল্যের পর বড় পর্দায় যাত্রা শুরু করেন মেহজাবীন। গত বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার দ্বিতীয় চলচ্চিত্র প্রিয় মালতী, যেটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত হয় ছবিটি।
সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে ‘দর্শকসেরা পুরস্কার’ অর্জন করেছে প্রিয় মালতী। এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত মেহজাবীন। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, “এমন স্বীকৃতি সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
এর আগে প্রিয় মালতী প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। সবমিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়ে চলেছেন এই অভিনেত্রী।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মেহজাবীনের ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র সাবা। প্রথম দুটি সিনেমা দিয়েই আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় উঠে আসা এই অভিনেত্রী তার তৃতীয় চলচ্চিত্রের জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলে আগেই জানিয়েছিলেন।
সবমিলিয়ে বলা চলে—বিয়ে, পুরস্কার, সিনেমা—সব দিক থেকেই যেন এখন মেহজাবীনের “বৃহস্পতি তুঙ্গে”।