24 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

নতুন নামে মাঠে ফিরছে তারকাদের ক্রিকেট

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :

দীর্ঘ বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে তারকাদের ক্রিকেট আয়োজন। নিজেদের মধ্যে বিরোধের জেরে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)’ এবার ফিরছে নতুন নামে ও নতুন ফরম্যাটে। ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি) নামে আসরটি শুরু হবে আগামী ৫ মে।

গতবার ইনডোরে ৬ ওভারের ফরম্যাটে খেলা হলেও এবার খেলা হবে উন্মুক্ত মাঠে, আন্তর্জাতিক মানের টি-২০ নিয়মে। ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। মোট ৭টি ম্যাচের এই আসরটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

চারটি দল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। দলগুলোর নাম: গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্সস্পারটান্স

টুর্নামেন্টে অংশ নিচ্ছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা, যাদের মধ্যে রয়েছেন—সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরী।

ইতিমধ্যেই তারকারা অনুশীলন শুরু করেছেন। প্রতিদিন সন্ধ্যায় মাঠে গিয়ে নিজেদের প্রস্তুত করছেন তারা।

আসরটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, “এটা শুধুই একটি খেলার আয়োজন নয়, এটি তারকাদের এক ধরনের ‘গেট টুগেদার’। আগেরবার ইনডোরে খেলা হয়েছিল, এবার হচ্ছে আউটডোরে—আন্তর্জাতিক নিয়মে। অভিজ্ঞতা এবার অনেক আলাদা হবে। ক্রিকেট আমাদের সবার ভালোবাসার নাম, কিন্তু শোবিজের ব্যস্ততায় আমরা সময় করে উঠতে পারি না। তাই এই টুর্নামেন্ট সবার জন্যই দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।”

টুর্নামেন্ট উপলক্ষে আজ অনুষ্ঠিত হবে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে প্রতিটি দলের খেলোয়াড়দের তালিকা।
- Advertisement -spot_img
সর্বশেষ

একলা ক্রেডিট নিতে গিয়ে দেশ ধ্বংস করবেন না’ — মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কী...