Your Ads Here 100x100 |
---|
ক্রীড়া ডেস্ক :
এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মেয়েদের মিশন। আসরটির মূলপর্ব আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। বাছাইপর্ব মাঠে গড়াবে চলতি বছরের ২ থেকে ১০ আগস্ট পর্যন্ত।
এইচ-গ্রুপে থাকা বাংলাদেশ ৬ আগস্ট স্বাগতিক লাওস, ৮ আগস্ট তিমুরলেস্তে এবং ১০ আগস্ট শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।
এই বাছাইপর্বে অংশ নিচ্ছে এশিয়ার ৩৩টি দেশ, যারা আটটি গ্রুপে বিভক্ত। ‘এ’ গ্রুপে রয়েছে পাঁচটি দল, বাকি সাতটি গ্রুপে চারটি করে দল অংশ নিচ্ছে।
প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং আট গ্রুপের মধ্যে সেরা তিনটি রানার্সআপ দল মূলপর্বে জায়গা পাবে। আয়োজক থাইল্যান্ড সরাসরি মূলপর্বে খেলবে।
২০২৪ সালের আসরের বাছাইপর্বেও এইচ-গ্রুপেই খেলেছিল বাংলাদেশ। সেবার প্রতিপক্ষ ছিল ইরান ও তুর্কমেনিস্তান। ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই পর্বে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল আফঈদা-আকলিমারা। তবে পরের ম্যাচে ৮৫ মিনিটে গোল হজম করে ইরানের কাছে হেরে চূড়ান্তপর্বে ওঠার স্বপ্নভঙ্গ ঘটে।
এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা। লক্ষ্য থাকবে আগের ভুল থেকে শিক্ষা নিয়ে মূলপর্বে জায়গা করে নেওয়া।