26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

পছন্দের কাজে থাকতে চাই—তাসনুভা তিশা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করতে সবসময় সচেষ্ট ছিলেন তাসনুভা তিশা। জনপ্রিয়তার মোহ নয়, বরং মানসম্পন্ন কাজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিতে চান তিনি। অভিনয়ে ব্যস্ততা কমলেও নিজের পছন্দের কাজেই মনোযোগী হতে চান এই অভিনেত্রী।

“সবসময় চেয়েছি নিজেকে পর্দায় আলাদা রূপে তুলে ধরতে। কতটা পেরেছি জানি না, সেটা দর্শকরাই ভালো বলতে পারবেন। আমি চলেছি নিজের ইচ্ছামতো। মন থেকে যেটা সায় পায়নি, সেটা কখনও করতে চাইনি”— বললেন তিশা। তাঁর এই ভাবনার প্রতিফলন দেখা যাচ্ছে সাম্প্রতিক কাজগুলোতেও। তারেক রেজার ‘আপন মানুষ’, মাহমুদ হাসান রানার ‘প্রিয়জন’, আদিফ হাসানের ‘কাজল চোখ’, কাজী বাহাদুর হিমুর ‘অভিনয় নয়’, শামীম জামানের ‘ডাবল রোল’, পথিক সাধনের ‘লাভ টু হেইট ইউ’, শরীফুল ইসলাম শামীমের ‘সময়ের প্রয়োজনে’, এবং মেহেদী হাসান জনির ‘হৃদয়ের আয়না’— নাটকগুলোতে তাঁর অভিনয় দর্শকের দৃষ্টি কেড়েছে।

২০১৪ সালে ভালোবাসা দিবসে এনটিভিতে প্রচারিত ‘লাল খাম বনাম নীল খাম’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর টানা অভিনয় করে গেছেন। তবে মা হওয়ার পর অভিনয়ে খানিক বিরতি নেন। সেই বিরতি কাটিয়ে ২০২3 সালের মার্চে শুটিংয়ে ফেরেন তিনি। আর ফিরেই নতুন করে আলোচনায় আসেন।

ওটিটিতে ‘আগস্ট ১৪’-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়। মিজানুর রহমান আরিয়ানের ‘রেশ’ নাটকটিও তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজ হিসেবে বিবেচিত।

আসন্ন কোরবানির ঈদে প্রচারিত হবে তিশার নতুন নাটক ‘সংসার বিষের বড়ি’। পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক, আর তিশার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। রোমান্টিক গল্পের বাইরেও বর্তমানে পারিবারিক গল্পে কাজ করছেন বেশি। “আমার মতো অনেকেই পারিবারিক গল্পের নাটক পছন্দ করেন। অথচ এখন এ ধরনের গল্পে নাটকের খরা চলছে। চরিত্র কম থাকে, বাজেটও সীমিত। তবুও আশিক ভাই যখন এই নাটকের প্রস্তাব দিলেন, তখন কষ্ট করে হলেও সময় বের করেছি,” বলেন তিশা।

মিডিয়ায় অনেক জনপ্রিয় জুটি থাকলেও, তিশা নিজেকে কোনো নির্দিষ্ট অভিনেতার সঙ্গে ‘জুটি’ করে তোলার ভাবনায় কখনও যাননি। তবে সাম্প্রতিক সময়ে আরশ খানের সঙ্গে তাঁর কাজ বেশি হওয়ায় দর্শকের মাঝে জুটির ধারণা তৈরি হয়েছে। “দর্শকদের ভালো লাগার জায়গা থেকেই নির্মাতারা সিদ্ধান্ত নেন। আমি ক্যারিয়ারের শুরু থেকেই সবার সঙ্গে কাজ করতে চেয়েছি, এখনও চাই। এতে করে স্ক্রিনে বৈচিত্র্য আসে,” বলেন তিনি।

চলতি সময়ের নাট্যজগতে নিজের অবস্থান ও দৃষ্টিভঙ্গি নিয়ে স্পষ্ট তাসনুভা তিশা। তাঁর কাছে অভিনয় শুধুই ক্যারিয়ার নয়, বরং নিজের পছন্দ ও মনের তাগিদে সৃষ্টির আনন্দ। আর সে কারণেই তিনি বলতেই পারেন, “ভালো কিছু কাজের মধ্য দিয়েই অভিনয়ের বাকি পথটা পাড়ি দিতে চাই।

- Advertisement -spot_img
সর্বশেষ

একলা ক্রেডিট নিতে গিয়ে দেশ ধ্বংস করবেন না’ — মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে ১৭ বছর আপনারা কী...