Your Ads Here 100x100 |
---|
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে এখনো শীর্ষ ২০-এ জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। এরপরও দলীয় পারফরম্যান্সে দেখা গেছে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি।
সিরিজ সেরা মেহেদী হাসান মিরাজ ছিলেন দুর্দান্ত ফর্মে। ব্যাটে সেঞ্চুরির পাশাপাশি বল হাতে দুই ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনি বোলিং র্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে এখন ২৬তম স্থানে। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে মিরাজ উঠে এসেছেন তিন নম্বরে, যা তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।
ব্যাটিংয়েও উন্নতি করেছেন কয়েকজন। দুটি ইনিংসে যথাক্রমে ৫৬ ও ৪৭ রান করে মুমিনুল হক এগিয়েছেন ৫ ধাপ, অবস্থান ৪৮তম। তরুণ জাকের আলী ১০ ধাপ এগিয়ে ৫০তম, আর নাজমুল হোসেন শান্ত এগিয়েছেন ৪ ধাপ, বর্তমানে ৫৩তম স্থানে।
অন্যদিকে, সফরকারী জিম্বাবুয়ে দলের খেলোয়াড়দের মধ্যেও র্যাংকিংয়ে বড় অগ্রগতি দেখা গেছে। পেসার ব্লেসিং মুজারাবানি উঠে এসেছেন সেরা ১৫ বোলারের তালিকায়। প্রয়াত হিথ স্ট্রিকের পর তিনিই প্রথম জিম্বাবুইয়ান বোলার যিনি টেস্ট রেটিংয়ে ৭০০ পয়েন্ট অতিক্রম করলেন—তা-ও বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফর্ম করে। ব্যাটার ব্রায়ান বেনেট দুই ইনিংসে ৫৭ ও ৫৪ রান করে প্রথমবারের মতো ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষ ১০০-এ ঢুকেছেন।
বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে র্যাংকিংয়ে এখনো আছেন লিটন দাস। তবে সিরিজে না থাকায় তিনি এক ধাপ পিছিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে নেমে গেছেন। ফর্মহীনতায় ভোগা মুশফিকুর রহিম নেমে গেছেন ৪০তম স্থানে। বোলিংয়ে এখনো সেরা অবস্থানে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, যিনি আছেন ২৩তম স্থানে। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সাকিব আল হাসান আছেন শীর্ষ পাঁচে, আর বোলিংয়ে তাসকিন আহমেদ অবস্থান করছেন ৫১ নম্বরে।
বাংলাদেশি ক্রিকেটাররা ব্যক্তিগত র্যাংকিংয়ে শীর্ষে না থাকলেও ধারাবাহিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পারফরম্যান্স। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে র্যাংকিংয়ের প্রথম সারিতে তাদের দেখা যাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল।