Your Ads Here 100x100 |
---|
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদী থেকে চারজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার সকালে নাফ নদীর লাল দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন—হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর বাসিন্দা আরাফাত (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক।
জাদিমুড়া ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, নাফ নদীর দমদমিয়া পয়েন্টে স্থানীয়ভাবে ককসিট বা ফুলেট নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তারা। এ সময় মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির সদস্যরা এসে জেলেদের ধরে নিয়ে যায়। তবে অনেকেই কোনোমতে পালিয়ে এসে প্রাণে রক্ষা পেয়েছেন। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন বলেন, “আমরা বিষয়টি শুনেছি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা জানান, সম্প্রতি নাফ নদীতে এ ধরনের ঝুঁকি বাড়ছে, যা সীমান্ত নিরাপত্তা ও মানবিক দিক থেকে গভীর উদ্বেগজনক। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।