27 C
Dhaka
শুক্রবার, মে ২, ২০২৫

চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

চার মাস চিকিৎসা শেষে আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “বেগম খালেদা জিয়া আগামী ৫ মে সকালে ঢাকায় পৌঁছাবেন। আমরা জানি উনার দুই পুত্রবধূও তাঁর সঙ্গে ফিরছেন।”

৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যান। সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং ১৭ দিন ধরে অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ২৫ জানুয়ারি থেকে তারেক রহমানের লন্ডনের বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করেন।

অর্ধযুগেরও বেশি সময় পর এবার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আগের তুলনায় উনি ডেফিনেটলি ভালো আছেন।”

বেগম জিয়ার দেশে ফেরা বিএনপির রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক কর্মপরিকল্পনার ক্ষেত্রে নতুন গতিবিধির ইঙ্গিত দিতে পারে বলে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত...