27 C
Dhaka
শনিবার, মে ৩, ২০২৫

সেনাবাহিনীর প্রশংসায় শহিদ আফ্রিদি, মোদিকে করলেন তীব্র সমালোচনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহিদ আফ্রিদি সম্প্রতি ‘সামা টিভি’র জনপ্রিয় টকশো জোর কা জোর-এ অংশ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ করেন। তার ভাষায়, “পাকিস্তান আর্মি বিশ্বের অন্যতম সেরা বাহিনী, আমি তাদের জন্য গর্বিত।”

আফ্রিদি মনে করেন, পাকিস্তানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ত্যাগ অপরিসীম। উদাহরণ হিসেবে তিনি বলেন, “আমরা কীভাবে স্বাধীনভাবে বাস করছি, তা বুঝতে চাইলে ফিলিস্তিনিদের দিকে তাকালেই যথেষ্ট।”

তিনি আরও বলেন, “পাকিস্তানের ২৫ কোটি মানুষই একেকজন সৈনিক। আমরা সবাই সেনাবাহিনীর পাশে আছি।”

আলোচনার এক পর্যায়ে আফ্রিদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় মুখর হন। তার দাবি, মোদি প্রশাসন ভারতীয় মিডিয়া ও খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করছে। এমনকি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার জন্য ভারতীয় খেলোয়াড়দের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত পাকিস্তানের কিংবদন্তি স্কোয়াশ তারকা জাহাঙ্গীর খান বলেন, “খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। খেলাধুলা শান্তির প্রতীক।”

উল্লেখ্য, পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। ভারত পাকিস্তানের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করেছে, যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়াঙ্গনেও। একই সময়ে সীমান্তে সেনা উত্তেজনার মধ্যেই সেনাবাহিনীর প্রতি অকুণ্ঠ সমর্থন জানালেন আফ্রিদি।

- Advertisement -spot_img
সর্বশেষ

বজ্রপাত ও ঝড়বৃষ্টির সম্ভাবনায় সতর্কবার্তা জারি, ঝুঁকিপূর্ণ জেলার তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক : শনিবার (৩ মে) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত একটি সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায়...