25 C
Dhaka
শুক্রবার, মে ২, ২০২৫

অভিনেতা রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক যৌন নিপীড়নের অভিযোগে বিচারপ্রক্রিয়া শুরু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ড শুক্রবার লন্ডনের একটি আদালতে হাজির হয়েছেন ধর্ষণ এবং চারজন নারীর সঙ্গে সম্পর্কিত একাধিক যৌন নিপীড়নের অভিযোগে, যেগুলো দুই দশকেরও বেশি সময় আগে ঘটে বলে অভিযোগ।

এক সময় ব্রিটেনের অন্যতম আলোচিত সম্প্রচারক এবং মার্কিন পপ তারকা কেটি পেরির প্রাক্তন স্বামী ব্র্যান্ড, দুই বছর আগে প্রথম অভিযোগ ওঠার পর থেকেই এই ঘটনাগুলোর বিষয়ে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তিনি বরাবরই বলেছেন, কোনো অন合মতের ভিত্তিতে তিনি যৌন সম্পর্ক করেননি।

৪৯ বছর বয়সী ব্র্যান্ড শুক্রবার সানগ্লাস এবং বুক পর্যন্ত খোলা কালো শার্ট পরে, সাংবাদিক ও ক্যামেরাম্যানদের ভিড়ের মধ্য দিয়ে ধীরে ধীরে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে প্রবেশ করেন, তবে কারও সঙ্গে কোনো কথা বলেননি।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ ৪ এপ্রিল রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ, মৌখিক ধর্ষণ, অশ্লীল আক্রমণ এবং চারজন নারীর সঙ্গে ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে সংঘটিত দুটি যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করে।

অভিযোগ ঘোষণার পর ব্র্যান্ড এক ভিডিও বিবৃতিতে বলেন, “আমার যৌবনের সময়, বিয়ে ও সন্তান হওয়ার আগ পর্যন্ত, আমি ছিলাম বোকা এবং এক ধরনের যৌন আসক্ত। তবে আমি কখনও ধর্ষক ছিলাম না।”

তিনি আরও বলেন, “আমি কখনও কোনো অন合মতিসম্পন্ন কাজে জড়াইনি। এখন আমার সুযোগ হচ্ছে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার, এবং এ সুযোগের জন্য আমি কৃতজ্ঞ।”

২০০০ দশকে ব্র্যান্ড ছিলেন ব্রিটিশ টেলিভিশনের নিয়মিত মুখ। অভিনব পোশাক ও চটকদার উপস্থিতির জন্য পরিচিত এই তারকা বিবিসিতে কাজ করেছেন এবং ‘গেট হিম টু দ্য গ্রিক’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ২০১০ সালে তিনি কেটি পেরিকে বিয়ে করেন, তবে ১৪ মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়।

২০২০ দশকের শুরুতে মূলধারার গণমাধ্যম থেকে ক্রমেই দূরে সরে গিয়ে তিনি নিজস্ব ইন্টারনেট চ্যানেলে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও বাক-স্বাধীনতা নিয়ে মত প্রকাশ করতে থাকেন।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ‘সানডে টাইমস’ এবং চ্যানেল ৪-এর ডকুমেন্টারি প্রোগ্রাম ‘ডিসপ্যাচেস’-এ তার বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ প্রকাশিত হয়, যার পর লন্ডন পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।

গত বছর ব্র্যান্ড বলেছিলেন যে তিনি খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছেন এবং অভিযোগগুলোকে অস্বীকার করেন। তিনি বলেন, “এই অভিযোগগুলো সেই সময়ের, যখন আমি মূলধারার গণমাধ্যমে কাজ করতাম, প্রতিদিন পত্রিকায় থাকতাম, সিনেমায় অভিনয় করতাম। আমার বইগুলোতে যেটা আমি বিস্তারিতভাবে লিখেছি, আমি তখন খুবই উচ্ছৃঙ্খল জীবনযাপন করতাম।”

- Advertisement -spot_img
সর্বশেষ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত...