Your Ads Here 100x100 |
---|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে। তবে সংস্কার নিয়ে সরকার কেন এতো সময়ক্ষেপণ করছে, সেটি নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে।” তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করলে এবং জনগণের রায়কে অগ্রাহ্য করা হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।”
রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগ নিতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে।”
তিনি চলমান সংস্কার নিয়ে প্রশ্ন তুলে বলেন, “সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিকে উপেক্ষা করতে হয়, তাহলে এই সংস্কারের তাৎপর্য কী?”
জাতীয় রাজনীতির ইতিহাস টেনে তিনি বলেন, “১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশ, ৭৫-এর ৭ই নভেম্বর, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম—প্রতিটি মুহূর্তে জনগণ আত্মত্যাগ করেছেন দেশের কল্যাণের জন্য। শহিদদের স্বপ্ন পূরণে বাংলাদেশকে মুক্ত ও গণতান্ত্রিক রাখতে হবে।”
তিনি আরও মন্তব্য করেন, “দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিন্ডি ত্যাগ করেনি। ৭ নভেম্বর সিপাহী-জনতা সেই বার্তাই দিয়েছিল।”
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন: জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারী চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।