25 C
Dhaka
শুক্রবার, মে ২, ২০২৫

পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়াতে হবে ইরানকে: মার্কো রুবিও

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :

ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি থেকে ‘সরে আসতে’ হবে এবং মার্কিন পরিদর্শকদের তাদের পারমাণবিক স্থাপনায় প্রবেশাধিকার দিতে হবে—বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিন রোমে অনুষ্ঠিতব্য পারমাণবিক আলোচনা পর্ব স্থগিত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

রুবিওর বক্তব্য ইঙ্গিত দেয় যে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় এখনো বড় ধরনের মতপার্থক্য বিদ্যমান। আলোচনায় কোনো সমঝোতা না হলে ইরানে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “তাদের সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে, ইয়েমেনে হুথিদের সহায়তা বন্ধ করতে হবে, এমন দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণ বন্ধ করতে হবে যেগুলোর একমাত্র লক্ষ্য পারমাণবিক অস্ত্র বহন করা, এবং তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকেও সরে আসতে হবে।”

ইরান বহুবার জানিয়েছে, তারা তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। যদিও এ সমৃদ্ধকরণ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়, এটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্যও উপযোগী।

বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শনিবার রোমে অনুষ্ঠিতব্য চতুর্থ দফার আলোচনা স্থগিত করা হয়েছে এবং পরবর্তী সময় নির্ধারণ করা হবে যুক্তরাষ্ট্রের অবস্থান বিবেচনা করে।

রুবিও বলেন, ইরান নিজে ইউরেনিয়াম সমৃদ্ধ না করে এটি আমদানি করলেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন চালাতে পারবে। “যদি তারা ৩.৬৭% পর্যায়ে সমৃদ্ধকরণে সক্ষম হয়, তাহলে মাত্র কয়েক সপ্তাহেই তা ২০%, এরপর ৬০% এবং একসময় ৮০ বা ৯০ শতাংশে পৌঁছাতে পারে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজন,”— বলেন তিনি।

ইরান বরাবরই বলে আসছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (NPT) আওতায় তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে। তারা কোনো পারমাণবিক বোমা তৈরির অভিপ্রায় থাকার কথা অস্বীকার করেছে।

রুবিও আরও বলেন, ইরানকে গ্রহণ করতে হবে যে, যেকোনো পরিদর্শন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও থাকবে এবং সামরিক স্থাপনাসহ সব কেন্দ্রে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত...