25 C
Dhaka
শুক্রবার, মে ২, ২০২৫

মহাসমাবেশ সামনে রেখে উত্তরায় হেফাজতে ইসলামের গণমিছিল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আগামী ৩ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সামনে রেখে রাজধানীর উত্তরায় গণমিছিল ও মোটরসাইকেল র‌্যালির আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকালে উত্তরার আজমপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শুরু হয় বিশাল গণমিছিল। হেফাজতে ইসলাম বাংলাদেশ উত্তরা জোনের আহ্বায়ক মাওলানা নাজমুল হাসান কাসেমীর নেতৃত্বে এই মিছিল বিএনএস সেন্টার, হাউজ বিল্ডিং, রাজলক্ষীসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। গণমিছিলটি সড়কে ব্যাপক উপস্থিতি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

মিছিলে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি বলেন, “আগামী ৩ মে’র মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবনাসহ সকল কুরআনবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। বাংলাদেশের ৯২ শতাংশ মুসলমানের অনুভূতিকে উপেক্ষা করে কোনো আইন পাশ করা হলে, তা আমাদের রক্তের স্রোতের ওপর দিয়েই করতে হবে।”

তিনি আরও বলেন, “কুরআন-সুন্নাহবিরোধী কোনো পরিকল্পনা মুসলমান জনগণ বরদাস্ত করবে না। এসব বাতিল না করা হলে সরকারকে কঠোর কর্মসূচির মুখে পড়তে হবে।”

মিছিলে সঞ্চালনার দায়িত্বে ছিলেন উত্তরা জোনের সদস্য সচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারী।

এর আগে উত্তরা আব্দুল্লাহপুর এলাকা থেকে কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক ও বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দিনের নেতৃত্বে মোটরসাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-বিমানবন্দর মহাসড়ক ধরে এগিয়ে যায়। এতে অংশ নেন সংগঠনের ঢাকা মহানগরের সহ-স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সুহাইল সাদীসহ শতাধিক স্বেচ্ছাসেবক।

 হেফাজতে ইসলাম চারটি প্রধান দাবি উত্থাপন করবে:
১. নারী কমিশনের কুরআন-সুন্নাহবিরোধী প্রস্তাব বাতিল,
২. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃপ্রতিষ্ঠা,
৩. ফ্যাসিবাদের আমলে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার,
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ।

সমাবেশ সফল করতে রাজধানীজুড়ে নানা প্রস্তুতির অংশ হিসেবে এই গণমিছিল ও র‌্যালি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

- Advertisement -spot_img
সর্বশেষ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত...