25 C
Dhaka
শুক্রবার, মে ২, ২০২৫

পাকিস্তান সফরের আগে আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি সিরিজ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার এই সিরিজের সূচি ঘোষণা করেছে।

শারজাহতে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি হবে ১৭ ও ১৯ মে, বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজটি পাকিস্তানের বিপক্ষে ২৫ মে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের আগে প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ দল।

এটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-২০ সিরিজ। এর আগে ২০২২ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ধারাবাহিকতায় আবারও মাঠে নামছে বাংলাদেশ-আমিরাত।

এমিরেটস বোর্ডের অপারেটিং অফিসার শুবহান আহমেদ বলেন, ‘আমরা বাংলাদেশ দলকে স্বাগত জানানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। আমাদের লক্ষ্য সবসময় জাতীয় দলকে ভালো প্রতিপক্ষের সঙ্গে খেলার সুযোগ করে দেওয়া। গত কয়েক বছরে আমরা নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের মতো দলের সঙ্গে সিরিজ আয়োজন করেছি। বাংলাদেশও সেই তালিকায় দ্বিতীয়বারের মতো থাকছে।’

আগামী সেপ্টেম্বরের এশিয়া কাপকে সামনে রেখে আমিরাতের জন্য এটি একটি আদর্শ প্রস্তুতি বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এই সিরিজকে ‘ভালো খবর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এশিয়া কাপের আগে ঠাসা সূচির মধ্যে এই সিরিজ আমাদের দলকে ভালো প্রস্তুতির সুযোগ দেবে। একই সঙ্গে বিসিবি ও ইসিবির মধ্যে সম্পর্ক আরও গভীর হবে এবং ক্রিকেটপ্রেমীরা উপভোগ্য দুটি ম্যাচ পাবে।’

সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড এবং প্রস্তুতি নিয়েও শিগগিরই বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত...