25 C
Dhaka
শুক্রবার, মে ২, ২০২৫

দুই কৃষককে ধরে নিয়ে গেলো বিএসএফ, জবাবে দুই ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
নিউজ ডেস্ক

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে। এর প্রতিবাদে, বিক্ষুব্ধ গ্রামবাসীরা দুই ভারতীয় নাগরিককে আটক করে গ্রামে নিয়ে আসেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে, বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাবপিলার ১০-এ। বিএসএফ কর্তৃক আটক দুই বাংলাদেশি কৃষকের নাম মাসুদ ও এনামুল। তারা ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

অন্যদিকে, আটক দুই ভারতীয় নাগরিকের পরিচয় এখনও জানা যায়নি।

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম এ ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, “দুপুরের দিকে বিএসএফ দুই কৃষককে ধরে নিয়ে যায়। পরে ক্ষুব্ধ গ্রামবাসীরা দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। বর্তমানে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলছে।”

বিরল থানার ওসি মো. আব্দুস সবুর বলেন, “ঘটনার খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত...