Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্ক:
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। তবে চলতি মৌসুমে ছন্দ হারিয়ে ফেলেছেন তিনি। গোলখরা, কাঙ্ক্ষিত পজিশনে না খেলা ও একাদশে জায়গা হারানোর কারণে ক্লাবের সঙ্গে তার দূরত্ব বেড়েছে।
লা লিগায় চলতি বছরের জানুয়ারির পর আর কোনো গোল পাননি রদ্রিগো। কোচ কার্লো আনচেলত্তি তাকে নিয়মিত একাদশে না রেখে বদলি খেলোয়াড় হিসেবে ব্যবহার করছেন। এমনকি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষেই মাঠ ছাড়তে হচ্ছে তাকে। পছন্দের পজিশনে খেলার সুযোগ না পাওয়া, মিডিয়া কাভারেজের ঘাটতি এবং ‘ফ্যাব ফোর’-এ যথাযথ মূল্যায়ন না হওয়ায় তারকাখ্যাতি থেকেও নিজেকে বঞ্চিত মনে করছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
স্প্যানিশ দৈনিক মারকা জানিয়েছে, এসব কারণেই রদ্রিগো রিয়াল ছাড়ার কথা ভাবছেন। তবে সম্ভাব্য নতুন কোচ জাবি আলোনসোর পরিকল্পনা জানার পরই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এদিকে, ব্রিটিশ ট্যাবলয়েড দি সান দাবি করেছে, প্রত্যাশিত ১০০ মিলিয়ন ইউরো পেলে রদ্রিগোকে ছাড়তে রাজি রিয়াল। চলতি মৌসুমে সুপার কাপ, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া লস ব্লাঙ্কোস দল গঠনে বড় পরিবর্তন আনতে চায়।
ইতোমধ্যে ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাব রদ্রিগোর দিকে নজর রাখছে। গত মৌসুমে ম্যানচেস্টার সিটি তাকে নিতে চাইলেও এবার চেলসি, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে আর্সেনাল ও ম্যানইউ সবচেয়ে বেশি আগ্রহী। পাশাপাশি লিভারপুলও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, গত মৌসুমে ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে ২০তম স্থানে ছিলেন রদ্রিগো। অথচ চলতি মৌসুমে সবকিছু যেন ঠিক উল্টো পথে চলেছে তার জন্য।