Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্ক:
ভারতের প্রথম বিশ্ব অডিও ভিজ্যুয়াল ও বিনোদন শীর্ষ সম্মেলন Waves Summit 2025 শুরু হয়েছে ১ মে, চলবে ৪ মে পর্যন্ত। এ আয়োজনের দ্বিতীয় দিনে সম্মেলনের মঞ্চে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার আমির খান। তিনি চলচ্চিত্র শিল্পের প্রসার এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে থিয়েটার নির্মাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আমির বলেন আমার বিশ্বাস, ভবিষ্যতে ভারতে আরও বেশি থিয়েটার তৈরি হবে। বর্তমানে দেশের বহু জেলা ও মফস্বল এলাকায় পর্যাপ্ত থিয়েটার নেই—যা দীর্ঘদিন ধরেই বড় সমস্যা।”
তিনি আরও বলেন, চলচ্চিত্র শিল্পে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। যদি সারা দেশে পর্যাপ্ত থিয়েটার তৈরি হয়, তবে ভারতের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি সাফল্য অর্জন করবে। না হলে, মানুষ বড় পর্দায় সিনেমা দেখতে আসবে না।
থিয়েটারের ঘাটতি সম্পর্কে আমির জানান ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে মাত্র ১০ হাজার সিনেমা হল রয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রে রয়েছে ৪০ হাজার এবং চীনে ৯০ হাজার। ভারতের ১০ হাজার সিনেমা হলের অর্ধেকই রয়েছে দক্ষিণ ভারতে, বাকিটা দেশের অন্যান্য অঞ্চলে। ফলে একটি হিন্দি সিনেমার জন্য গড়পড়তা মাত্র ৫ হাজার স্ক্রিন বরাদ্দ থাকে।
দর্শকদের অভিজ্ঞতা নিয়ে আমির বলেন ভারতের মাত্র ২ শতাংশ মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন। বাকি ৯৮ শতাংশ মানুষ হয় ঘরে বসে দেখেন, নয়তো নিকটবর্তী কোনো সিনেমা হল না থাকায় দেখতে পারেন না।”
দেশের অব্যবহৃত অঞ্চলগুলোর কথা তুলে ধরে আমির বলেন, “আপনারা হয়তো জানেন না—কোঙ্কনের মতো বহু এলাকায় একটি সিনেমা হলও নেই। সেখানে মানুষ সিনেমার খবর রাখলেও দেখা হয় না, শুধু পরিকাঠামোর অভাবে।
আমার একটাই আহ্বান—ছোট ছোট শহরে সিনেমা হল গড়ে তুলুন, সুলভ মূল্যে টিকিট দিন। তাহলেই সিনেমা পৌঁছাবে দেশের সাধারণ মানুষের কাছে।